জীববিজ্ঞান mcq ssc 2021 মডেল ১৮

জীববিজ্ঞান mcq ssc 2021 মডেল ১৮

১) ডান ও বাম ফুসফুস বিভক্ত যথাক্রমে –
উত্তরঃ তিন ও দুই ভাগে

২) সিসটানি থাকে কোনটিতে?
উত্তরঃ গলজি বস্তুু

৩) বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত থাকে?
উত্তরঃ কৈশিক নালিকা

৪) শ্বসন প্রক্রিয়া আলোচিত হয় কোন শাখায়?
উত্তরঃ Physiology

৫) কোনটিকে স্টোন সেল বলা হয়?
উত্তরঃ স্ক্লেরাইড

৬) শ্বসনতন্ত্রে কোন ধরনের আবরণীয় টিস্যু দেখা যায়?
উত্তরঃ সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু

৭) প্যারেনকাইমা টিস্যু তে কোনটি ঘটে?
উত্তরঃ খাদ্য প্রস্তুুত

৮) বল ও সকেট বন্ধনি কোথায় দেখা যায়?
উত্তরঃ কাঁধ

৯) কিডলি বিকলের কারণ কি?
উত্তরঃ ডায়াবেটিস

১০) সালোকসংশ্লেষণ ঘটনের স্থানে কোন টিস্যু?
উত্তরঃ প্যারেনকাইমা

১১) মহিলাদের জন্য নিচের কোনটি প্রযোজ্য?
উত্তরঃ 44+xx

১২) নিচের কোনটি পরজীবি খাদ্য শৃঙ্খল?
উত্তরঃ মানুষ -মশা-ডেঙ্গু ভাইরাস

১৩) ঈস্ট হতে উৎপন্ন ভ্যাকসিন কোনটি?
উত্তরঃ হেপাটাইটিস বি

১৪) কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ?
উত্তরঃ শসা

১৫) কোন হরমোনটির গ্যাসীয়?
উত্তরঃ ইথিলিন

১৬) ন্ভূণ কার সাহায্যে জরায়ু গাএে সংস্থাপিত হয়?
উত্তরঃ অমরা

১৭) কোথায় পাকমন্ড তৈরি হয়?
উত্তরঃ পাকস্থলিতে

১৮) কোষস্ত পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একএে কি বলে?
উত্তরঃ কোষরস

১৯) আরশোলার বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Periplaneta amiricana

২০) কত ডিগ্রি সেলসিয়াস তাপমাএার নিচে শ্বসনের হার কমে যায়?
উত্তরঃ ২০°সে.

২১) নিকোটিন গ্রহনে কোনটির কাযকারিতা নষ্ট হয়?
উত্তরঃ স্নায়ু

২২) কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শ্বসন ক্রিয়ার জন্য উত্তম?
উত্তরঃ ২০-৪৫

২৩) কোন শক্তিটি সালোকসংশ্লেষণের সময় ADP গ্রহণ করে?
উত্তরঃ আলোক

২৪) গ্লাইকোলাইসিস ধাপে কত গুন ATP অবশিষ্ট থাকে?
উত্তরঃ ২

২৫) কোন উপাদানটির অভাবে উদ্ভিদের পাতা,ফুল ও ফল ঝরে যায়?
উত্তরঃ ফসফরাস

About Post Author

Related posts