জীববিজ্ঞান mcq ssc 2021 মডেল ২০
১) অস্থিকোষ কে কী বলা হয়?
উত্তরঃ অস্টিওব্লাস্ট
২) প্রাথমিক জাইলেম কয় ধরনের?
উত্তরঃ ২
৩) নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
উত্তরঃ ডালিয়া
৪) নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না?
উত্তরঃ সীভকোষ
৫) ‘V’আকৃতির ক্রোমোজোমকে কী বলা হয়?
উত্তরঃ মেটাসেন্ট্রিক
৬) নিচের কোনটির জন্য মূএের রং হালকা হলুদ হয়-
উত্তরঃ ইউরোক্রোম
৭) ফুসফুস যে পদা দ্বারা আবৃত, তার নাম কি?
উত্তরঃ প্লুরা
৮) নিচের কোনটিতে পর-পরাগায়ান ঘটে?
উত্তরঃ শিমুল
৯) ক্রোমোজোম আবিস্কার করেন কে?
উত্তরঃ স্টাস বাজার
১০) প্রাকৃতির নিবাচন মতবাদের প্রবতক কে?
উত্তরঃ ডারউন
১১) ১৫ কিলোক্যালরি=কত জুল?
উত্তরঃ ৬২.৭০০
১২) হাড়ে শতকরা কতভাগ পানি থাকে?
উত্তরঃ ৪০-৫০
১৩) শিশু জম্নের কত দিন পর মায়েদের রক্তস্রাব শুরু হয়?
উত্তরঃ ৪৫
১৪) বায়ু গমণের ক্ষেএে কোন পযার্য়েক্রম টি সঠিক?
উত্তরঃ নাসাগহ্বর-গলবিল-স্বরযন্ত্র- ট্রাকিয়া- ব্রংকাস- অ্যালভিওলাস
১৫) মেরুদন্তী প্রাণিদের ত্বকে কোন টিস্যু থাকে?
উত্তরঃ স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
১৬) দ্বিপন নামকরণের সবশেষ ধাপ কোনটি?
উত্তরঃ প্রজাতি
১৭) লসিকাতন্ত্রে অংশ কোনটি?
উত্তরঃ টনসিল
১৮) কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়?
উত্তরঃ বৃক্ক
১৯) আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?
উত্তরঃ রাইবোজোম
২০) গভযন্ত্র কয়টি কোষ থাকে?
উত্তরঃ ৮
২১) কোনটিতে মিয়োসিস কোষ বিভাজন ঘটে?
উত্তরঃ পরাগধানী
২২) পানিতে শতকরা কতভাগ CO2থাকে?
উত্তরঃ ০.৩
২৩) বৃক্কের মালপিজিয়ান অঙ্গ কোন কোন অংশ দ্বারা গঠিত?
উত্তরঃ বোম্যাস্ন ক্যাপসুল ও গ্লোমেরুলাস
২৪) কোনটি ২য় স্তরের খাদক?
উত্তরঃ ব্যাঙ
২৫) কোনটি মিথস্ক্রিয়ায় উভয়ে উপকৃত হয়?
উত্তরঃ শিম ও রাইজোবিয়াম