২০২১ রমজানের সেরা ছন্দ মেসেজ এসএসএস, পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা এসএমএস শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস, পোস্ট Ramadan Bangla SMS, পিকচার ছবি।
শপথ নিলাম আজ থেকে সবাই,
রাখবো সকল রোজা।
মিথ্যে কথা বলবো না আর,
কমবে পাপের বোঝা।
পবিত্র মাহে রমজানের কিছু রোজা SMS বন্ধুদে wish করবো
১,২,৩ আসছে রোজার দিন।
৪,৫,৬ রোজা রাখতে কিসের ভয়।
৭,৮,৯ খারাপ কাজ আর নয়।
১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড়।
২০২১ ঈদ এসএমএস, রোজার ঈদের কিছু ছন্দ
রহমত বরকত নাজাত পেতে,
চাইতে হবে দিনে রাতে।
ঈমান তোমার করতে তাজা,
রাখতে হবে ত্রিশ রোযা।
এলো রে এলো, মাহে রমজান
মানবজাতির তরে আল্লহ তালার শ্রেষ্ঠ দান
পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
জং গুলো সব ঝোরে গিয়ে, ঈমান করবে শাণ
রহমতেরই ডালি নিয়ে আসছে ওই, মাহে রমজান।
শুভ রজনী – শুভ দিন, রাখো রোযা ৩০দিন।
১১মাসের পাপ, ১ মাসে করো ছাপ।
দিন যায় দিন আসে, রোযা পাবেনা প্রতি মাসে।
তাই এই পবিত্র মাসে সবটি রোযা রাখো।
সবাইকে জানাই রমজা নুল মোবারক।
২০২১ রমজানের সেরা ছন্দ
আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান,
সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরষ্কার, রাইয়্যান!
আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো.মোবারক হো.
মাহে রমজান
রমজান এলে যায় গো চলে,
সব ভেদাভেদ দ্বন্দ্ব।
পুণ্য দিয়ে নেয় সাজিয়ে,
পাপের দুয়ার বন্ধ।
রমজান এসএমএস শুভেচ্ছা ছন্দ অগ্রিম বাংলা রোজার মেসেজ
বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান।
পাপ থেকে মুক্তি পাবেন,
পরকালে সম্মান।
উড়ছে পাখি গাইছে গান.
মাহে রমজানের আহ্বান.
ওরে বন্ধু মুসলমান, পড়তে থাকো আল কোরআন.
কোরআন পড় বেশি বেশি, শেয়ার করো বেশি বেশি।
এসে গেল রোজা
হালকা করবো মোদের গোনাহের বোঝা
মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ
এসো বন্ধু নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি