অথর্নীতির আলোচ্য বিষয়বস্তুু উল্লেখ করো?
উত্তরঃ অথর্নীতির আলোচ্য বিষয় হলো সম্পদ উৎপাদন, বণ্টন, ভোগ, বিনিয়োগ সংক্রান্ত মানুষের কাযাবলি।
কীভাবে উৎপাদনের সীমিত উপকরণের বিকল্প ব্যবহারের সাহায্যে অসীম অভাব পূরণ করা যায় তার বিশ্লেষণ করাই অশাস্ত্রের আলোচ্য বিষয়। সম্পদের উৎপাদন, ভোগ,বিনিময় ও বণ্টন সংক্রান্ত মানুষের কাযাবলিই অথনীতির মূল বিষয় বস্তুু। সম্পদকে কেন্দ্র করে সমাজে মানুষের যে কমধারা পরিচালিত ও সম্পাদিত হয় অথনীতি তারই আলোচনা করে।