সমাজকর্ম ও আইন পেশার সংশোধনমূলক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরো?
উত্তরঃ বতমান আইন পেশা ও আধুনিক সমাজকর্ম অপরাধ এবং কিশোর অপরাধ নিরসনে শান্তির পরিবর্তে সংশোধনমূলক ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সংশোধন মূলক কাযক্রম, যেমন- প্রবেশন,প্যারোল,কিশোর আদালত প্রভৃতিতে সমাজকর্মীরা কাজ করে থাকেন। এক্ষেত্রে সংশোধনমূলক সেবার সমাজকর্মী ছাড়াও আইনজীবীরা বিশেষ ভূমিকা পালন করে থাকেন।