নৃবিজ্ঞান বলতে কী বোঝায়?
উত্তরঃ নৃবিজ্ঞান বলতে মানুষের বিজ্ঞানকে বোঝায়।
নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ‘Anthropology।যা গ্রিক শব্দ ‘Anthropos’ অথ ‘মানুষ ‘এবং’Logos’অথ ‘বিজ্ঞান ‘থেকে উদ্ভূত। এ বিজ্ঞানের সাহায্যে মানুষের অতীতকাল থেকে বতমান সময় পযন্ত বিবর্তনের ধারাকে পযার্য়েচনা করা হয়। সাধারণত মানুষের জন্ম পরিচয়, জন্ম ইতিহাস, সংস্কৃতি, পরিবার, রাষ্ট্র,ধম প্রভৃতি প্রথা ও প্রতিষ্টানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়েই নৃবিজ্ঞান আলোচনা করে থাকে।