মনোবিজ্ঞান বলতে কী বোঝায়?
উত্তরঃ মনোবিজ্ঞান বলতে মানুষ বা প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞানকে বোঝায়।
মনোবিজ্ঞানের ইংরেজিতে প্রতিশব্দ হলো’Phychology’। যা গ্রিক শব্দ ‘Psyche’বা আত্না এবং ‘Logos’ বা বিজ্ঞান হতে এসেছে। সুতরাং মনোবিজ্ঞান হলো আত্না বা মনের বিজ্ঞান। সমাজকর্ম অভিধানের সংঙ্গানুযায়ী যে বিজ্ঞান মানুষের মানসিক ও শারীরিক আন্তঃসম্পর্ক ছাড়াও ব্যক্তিকে প্রভাবিত করে, তার অনুধ্যান করে তাকে মনোবিজ্ঞান বলা হয়।