নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় বণর্না করো?
উত্তরঃ নৃবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হলো মানুষ।
মানুষের জন্ম পরিচয়,জন্ম ইতিহাস, সংস্কৃতি, পরিবার প্রভৃতি প্রথা প্রতিষ্টানের উৎপতি ও ক্রমবিকাশ নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে। প্রাণী হিসাবে মানুষ এবং সামাজিক জীব হিসেবে তার সংস্কৃতি পযার্য়েলোচনাই নৃবিজ্ঞানের উদ্দেশ্য। আরও স্পষ্ট করে বলা যায়,মানুষের উৎপত্তি, দৈহিক গঠন,প্রাণিরাজ্যে তার স্থান, তার ক্রমবিকাশ ইত্যাদি হচ্ছে নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়।