দল সমাজকর্ম বলতে কী বোঝায়?
উত্তরঃ দল সমাজকর্ম হলো দলভুক্ত সকল সদস্যদের সাথে শৃঙ্খলা পূর্ণ, নিয়মতান্ত্রিক তথা পরিকল্পিত উপায়ে কাজ করার এক বিশেষ পদ্ধতি। এটি একটি সচেতন কর্মপ্রক্রিয়া এবং দলের লক্ষ্য অজর্নের পরিকল্পিত উপায় বিশেষ। এর অন্তভাগ বিশ্লেষন করলে দেখা যায় যে,দল সমাজকর্ম হলো কিছু সুনির্দিষ্ট নীতি,জ্ঞান ও উপলব্ধি সমষ্টি এবং একটি সুসমন্বিত ব্যবস্থাপনা।