পরিকল্পনা বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রাথমিকভাবে পরিকল্পনা বলতে কোনো লক্ষ্যার্জনের সুশৃঙ্খল ও সুব্যবস্থিত কর্মপন্থাকে বোঝায়।তবে ব্যাপক অর্থে পরিকল্পনা বলতে কোনো নিদিষ্ট উদ্দেশ্য অর্জনে সুসংহত ধারাবাহিক কার্যাবলির রূপরেখা অঙ্কন এবং সংশ্লিষ্ট ক্ষেএে বাস্তবায়ন যোগ্য সর্বোত্তম বিকল্পসমূহ চিহ্নিত করাকে বোঝায়। এইচ বি ট্রেকারের মতে,’পরিকল্পনা হলো সচেতন ও সুচিন্তিত নির্দেশনা যাতে সম্মিলিত উদ্দেশ্য অর্জনের যৌক্তিক ভিত্তি সৃষ্টি করা হয়’। পরিকল্পনা ধারণাটি বিভিন্ন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিকাশিত হতে থাকে।