জাতীয় শিশুনীতি সম্পর্কে ব্যাখ্যা করো?
উত্তরঃ স্বাধীনতার পর একটি সুখী ও সমৃদ্ধশালী জাতি ও দেশ গঠনের প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এ দেশের সব শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ শিশুদের স্বার্থ ও অধিকার রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। শিশুদের সার্বিক সুরক্ষা ও স্বার্থ অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণয়ন করে জাতিসংঘের এই শিশু অধিকার সনদের আলোকে বাংলাদেশে ১৯৯৪ সালে জাতীয় শিশুনীতি প্রণয়ন করা হয়।