পেশাগত সংগঠন বলতে কী বোঝায়?

পেশাগত সংগঠন বলতে কী বোঝায়?

উত্তরঃ পেশাগত সংগঠন বলতে কোনো নিদিষ্ট পেশার মানোন্নয়নের জন্য প্রতিষ্টিত নিজস্ব সংগঠন বা প্রতিষ্ঠানকে বোঝায়। পেশা একটি মানদণ্ড হলো পেশাগত সংগঠন। পেশার মানোন্নয়ন, পেশাদার কর্মীদের স্বার্থ সংরক্ষণ, কর্মীদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতির জন্য প্রতিটি পেশারই নিজস্ব সংগঠন বা প্রতিষ্ঠান থাকে। পেশাগত সংগঠনের মাধ্যমেেই একটি পেশা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

Related posts