এতিমখানাগুলোকে শিশু পরিবারে রূপান্তরিত করা হয় কেন?
উত্তরঃ সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এতিমখানা অন্যতম। মূলত পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন এবং নির্ভরশীল, দুস্থ ও অসহয় শিশুদেরকে যে প্রতিষ্ঠানের মাধ্যমে লালনপালন, ভরণপোষণ, রক্ষণাবেক্ষণ এবং তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হয় তাকেই এতিমখানা বলা হয়। বর্তমানে এতিম ও পরিত্যক্ত শিশুদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বিধায় সরকারি পর্যায়ে এতিমখানা প্রতিষ্ঠা এবং বেসরকারি এতিমখানাগুলোকে সরকারি অনুদান দিয়ে সহযোগিতা করা হচ্ছে। মূলত চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকারি শিশু সদনে পারিবারিক পরিবেশ সৃষ্টি লক্ষ্যে এতিমখানাগুলোকে শিশু পরিবারে রূপান্তরিত করা হয়।