বায়তুল মাল বলতে কী বোঝায়?
উত্তরঃ আরবি ‘বায়ত’ শব্দের অর্থ ‘ঘর’ বা ‘ আগার’ এবং ‘ মাল’ শব্দের অর্থ সম্পদ। সুতরাং বায়তুল মালের শাব্দিক অর্থ হলো সম্পদাগার। সাধারণত রাষ্ট্রেীয় কোষাগারকেই বাতুল মাল বলা হয়।
মূলত আায়তুল মাল বলতে ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রেীয় কোষাগার বা সরকারি তহবিলকে বোঝায়। বায়তুল মাল ইসলামি রাষ্ট্রেীয় ব্যবস্থায় জনকল্যাণে গঠিত একটি মৌলিক প্রতিষ্ঠান। জনকল্যাণ,ব্যক্তিগত,সমষ্টিগত ও রাষ্ট্রীয় প্রয়োজনাদি পূরনের জন্য বায়তুল মাল গঠিত হয়েছে।