সামাজিক বিমা বলতে কী বোঝায়?

সামাজিক বিমা বলতে কী বোঝায়?

উত্তরঃ কোনো ব্যক্তির স্বীয় সামর্থ্য ও দূরদৃষ্টির সাহায্য নিদিষ্ট শর্ত পূরণ সাপেক্ষ নিজের ও তার পরিবারের ভবিষ্যৎ বিপর্যয়ের প্রাক্কাল আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাকে সামাজিক বিমা বলে।
সামাজিক বিমা ব্যক্তিকে আর্থিক অনিশ্চয়তা ও নিরাপওাহীনতা থেকে রক্ষা করে ব্যক্তির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে। সামাজিক বিমার মধ্যে রয়েছে- শিল্প দুর্ঘটনার বিমা,স্বাস্থ্য বিমা, পেনসন,প্রভিডেন্ট ফান্ড,যৌথ বিমা ইত্যাদি।

Table of Contents

About Post Author

Related posts