বাংলাদেশের দেবোওর সম্পওির ব্যবস্থাপনা কী ভাবে করা হয়?
উত্তরঃ বাংলাদেশে দেবোওর সম্পওির ব্যবস্থাপনা হিন্দু আইনানুসারে সেবায়েতের মাধ্যমে করা হয়?
দেবোওর সম্পওির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকারীকে সেবায়েত বলা হয়। আইন প্রয়োজন ব্যতীত কোনো সেবায়েত দেবোওর সম্পওি হস্তান্তর করতে পারে না। বাংলাদেশ সরকারের ধম মএণালয়ের অধীনে ওয়াকফ প্রশাসক দেবোওর সম্পওির সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকেন। দেবোওর সম্পওির রক্ষণাবেক্ষণ কোনোরূপ জটিলতা দেখা দিলে ওয়াকফ প্রশাসক হস্তক্ষেপ করে সম্পওি সরকারি পর্যায়ে নিয়ে যেতে পারেন।