অর্থসম্পদের বিনাশ আছে, কিন্তুু জ্ঞানসম্পদ কখনো বিনষ্ট হয় না?( ভাব সম্প্রসারণ)

অর্থসম্পদের বিনাশ আছে, কিন্তু জ্ঞানসম্পদ কখনো বিনষ্ট হয় না?

উত্তরঃ অর্থসম্পদ অতি প্রয়োজনীয়, তবে এ সম্পদের বিনাশ বা ক্ষয় আছে। অর্থসম্পদের তাৎক্ষণিক প্রয়োজনীয়তা অনেক বেশি হলেও জ্ঞানসম্পদের  প্রয়োজনীয়তা অবিনাশী। জ্ঞান অমূল্য সম্পদ। এটি ক্ষয়হীন, চিরন্তন ও অবিনশ্বর। পৃথিবীতে বেঁচে থাকার জন্য অর্থসম্পদের প্রয়োজন রয়েছে, এ কথা অনস্বীকার্য। এ অর্থসম্পদ আহরণের জন্য মানুষ নিরন্তর কঠোর পরিশ্রম করে চলেছে। আজকের দিনে গোটা দুনিয়া ছুটছে অর্থসম্পদের পিছনে। এ অর্থসম্পদ চিরস্থায়ী নয়। যার কারণে  বাস্তবে দেখা যায় কোন ব্যক্তি একসময়  অঢেল বৃত্তের অধিকারী হয়, আবার এক সময় সব হারিয়ে পথে বসে। কিন্তু জ্ঞানসম্পদ কখনো হারানোর ভয় থাকে না। বরং উত্তরোত্তর জ্ঞানের   প্রসার ঘটে। মেধা, মনন, প্রতিভা তথা জ্ঞান এক  ধরনের অমূল্য সম্পদ। এ সম্পদ মানুষের মনুষত্বকে জাগ্রত করে। মানুষকে আলোর পথে, সুন্দর পথে এগিয়ে চলতে সাহায্য করে। এ সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারে না। যত দিন জীবন থাকে ততদিন এ সম্পদ আলো দেখিয়ে জ্ঞানীর সকল বাধা- বিপত্তি দূর করে পথচলার সাহায্য করে। জ্ঞান মানুষকে অর্থের মোহ থেকে রক্ষা করে। অর্থের নেশায় মানুষ যেন অমানুষে পরিণত না হয় সেই দিকনির্দেশনা দেয়। শিক্ষাই মানুষের মধ্যে ভালো-মন্দের বোধ জাগ্রত করে। শিক্ষার ফলেই মানুষ বুঝতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে  জ্ঞানের ভূমিকা প্রধান। জ্ঞান সম্পদ মানুষকে অমরত্ব দান করে। কিন্তু অর্থসম্পদের  অধিকারী ব্যক্তি মানবকল্যাণে বড় ধরনের অবদান রাখতে না পারলে মৃত্যুর পর সে মানুষের মন থেকে বিলীন হয়ে যায়। অর্থসম্পদ আজ আছে, কাল নেই। কিন্তু জ্ঞান নামক অমূল্য সম্পদ যুগের পর যুগ স্বমহিমায় টিকে থাকে। তাই সকলের লক্ষ্য হওয়া উচিত অঢেল অর্থ নয় বরং বিপুল জ্ঞান আহরণ।

Table of Contents

About Post Author

Related posts