অস্থায়ী সংযোগের সুবিধা কী?
উত্তরঃ অস্থায়ী সংযোগের সুবিধা নিম্নরুপঃ
১। এটি জোড়া প্রয়োজনে খোলা যায়।
২। জটিল সমস্যা দেখা দিলে তা খোলা যায়।
৩। জোড়া দিতে সহজ।
৪। জোড়াতে খরচ কম হয়।
৫। জোড় পরীক্ষা করা সহজ।
৬। এতে ফ্লায়ারিং নাট,এলবো সকেট ও নিপল ব্যবহার করা হয়।