ব্যাখ্যা করঃ “সুইচ ব্যতীত বিদ্যুৎ শক্তির ব্যবহার চিন্তা বৃথা”?
উত্তরঃ সুইচ এমন একটি বৈদ্যুতিক কাজে ব্যবহ্ত ডিভাইস যার মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ OFF বা ON করা হয়। সুইচ দ্বারা বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করা যায়। ইচ্ছামতো যন্ত্রপাতি চালানো সম্ভব। সুইচের ব্যবহারে সঠিক ও দুর্ঘটনামুক্ত বৈদ্যুতিক ডিভাইস চালনা সম্ভব। যদি সুইচ ব্যবহার না করা হতো তাহলে এ ডিভাইসগুলো চালানোর কথা চিন্তা ও করা যেত না। কারেন্ট বা ভোল্টেজ লোডের সংযোগ প্রদান বা বিচ্ছিন্ন করা যায়। ফলে আধুনিক যুগ আর ও দ্রুত ও গতিশীলতায় পরিনত হয়েছে। তাই বলা যায়, সুইচ ব্যতীত বিদ্যুৎ শক্তির ব্যবহার চিন্তা ও করা যায় না।