ফ্রস্টিং, ডি-ফ্রস্টিং ও নন ফ্রস্টিং ইভাপোরেটর বলতে কী বুঝায়?
উত্তরঃ ফ্রস্টিং ইভাপোরেটঃ যে ক্ষেত্রে কয়েল বা কক্ষ তাপমাত্রা সর্বদা হিমাঙ্কের নিচে থাকে সে ক্ষেত্রে কয়েলে তুষার জমা থাকে, তাকে ফ্রস্টিং ইভাপোরেটর বলে।
নন-ফ্রস্টিং ইভাপোরেটরঃ যে ক্ষেত্রে ইভাপোরেটর কয়েলে তাপমাত্রা সর্বদা হিমাংকের ঊর্ধ্বে থাকে, তাকে নন-ফ্রস্টিং ইভাপোরেটর বলে।
ডি-ফ্রস্টিং ইভাপোরেটরঃ ইউনিট চলাকালীন যদি কয়েলের তাপমাত্রা হিমাংকের নিচে থাকে এবং নিদিষ্ট সময়ে তুষার গলানোর ব্যবস্হা করা হয়। তাকে ডি-ফ্রস্টিং ইভাপোরেটর বলে।