ওভার লোড প্রটেক্টর কাকে বলে? এটি প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তরঃ মোটরকে অতিরিক্ত লোডের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য বৈদ্যুতিক বর্তনীতে যে নিরাপত্তামূলক ডিভাইস ব্যবহার করা হয়,তাকে ওভার লোড প্রটেক্টর বলে?
ওভার লোড প্রটেক্টর প্রধানত দুই প্রকার, যথা-
ক) থার্মাল টাইপ ওভার লোড।
খ) থার্মাল অ্যান্ড কারেন্ট টাইপ ওভার লোড।