টন অব রেফ্রিজারেশন বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রতিদিন বা ২৪ ঘণ্টায় ৩২° ফাঃ এর এক টন বা ২০০০ পাউন্ড পানিকে ৩২° ফাঃ এর বরফে অথবা ৩২° ফাঃ এর ২০০০ পাউন্ড বরফকে পানিতে রুপান্তরিত করতে যে পরিমান তাপ শোষণ বা প্রয়োগ করার প্রয়োজন হয়, তাকে এক টন অব রেফ্রিজারেশন বলে।