অংশগ্রহণমূলক অগ্রাধিকার শেয়ার বলতে কী বুঝ?
উত্তরঃ যে অগ্রাধিকার শেয়ারের মালিকরা মনুফা হতে প্রথমত নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্ত হলেও পরবর্তীতে সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের সময় পুনরায় যাতে অংশ পান তাকে পার্টিসিপেটিং অগ্রাধিকার শেয়ার বলে।