উপজাত দ্রব্যের চারটি বৈশিষ্ট্য লিখ?
উত্তরঃ উপজাত দ্রব্যের চারটি বৈশিষ্ট্য হলোঃ
(i) প্রধান বা মুখ্য দ্রব্যের সহিত উপজাত দ্রব্য উৎপাদিত হয়।
(ii) প্রধান বা মুখ্য দ্রব্যের তুলনায় উপজাত দ্রব্যের মূল্য নগণ্য হয়।
(iii) প্রধান দ্রব্যের তুলনায় উপজাত দ্রব্যের পরিমাণ কম হয়।
(iv) উপজাত দ্রব্য ব্যবহার উপযোগী না হলে ভোক্তাদের গ্রহণযোগ্য করার জন্য পূনঃ প্রক্রিয়া করা হয়।