উৎসাহ প্রদ বোনাস পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ সময় হারে মজুরি প্রদানে যে দক্ষতা পাওয়া যায়, তার থেকে অধিক হারে দক্ষতা অর্জন করার জন্য শ্রমিকদের সর্বশক্তি ও প্রচেষ্টা নিয়োগ করে কার্য সম্পাদনে উৎসাহিত করার জন্য যে অধিক প্রণোদনামূলক মজুরি প্রদান করা হয় তাকে উৎসাহ বোনাস বলে, আরে এই পদ্ধতিকে উৎসাহ প্রদ বোনাস পদ্ধতি বলে।