কার্যভিত্তিক উপাদান ব্যয় হিসাব কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন পণ্যের জন্য সংগঠিত পরোক্ষ ব্যয়কে প্রকৃত কার্যমাএার ভিত্তিতে বন্টন ব্যবস্থায় প্রত্যেক পণ্যের জন্য ব্যয়ের ন্যায্যবন্টন সম্ভব হয়। এ পদ্ধতি উৎপাদনকারী বা অনুৎপাদনকারী উভয় প্রতিষ্ঠানের জন্যই ব্যবহৃত হয়।