যৌথ দ্রব্য বলতে কি বুঝ?
উত্তরঃ যৌথ দ্রব্য বলতে সাধারণত এক সঙ্গে উৎপাদিত একাধিক দ্রব্যকে বুঝায়। যখন একটি সাধারন প্রক্রিয়া হতে একই প্রকারের কাঁচামাল দ্বারা বা একই ব্যয় উৎপাদন হতে একাধিক দ্রব্য উৎপাদিত হয়। তখন উক্ত প্রত্যেকটি উৎপাদনকে যৌথ দ্রব্য বলা হয়।