সনাতন পদ্ধতি ও কার্যভিত্তিক ব্যয় পদ্ধতির প্রধান পার্থক্য লেখ?
উত্তরঃ কার্যভিত্তিক ব্যয় পদ্ধতি অনুৎপাদনকারী ও উৎপাদনকারী উভয় প্রতিষ্ঠানের হিসাব রাখতে পারে। যার ব্যয় বন্টন যুক্তিসংগত হয়। কিন্তু সনাতন পদ্ধতি কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুষ্ঠু হিসাব রাখতে পারে। যার ব্যয় বন্টন অধিক বন্টন এবং ঊনয়ন হতে পারে।