হিউমিডিফায়ার ও ডি-ইউমিডিফায়ার কাকে বলে?
উত্তরঃ ডি-হিউমিডিফায়ারঃ গ্রীষ্মকালে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা উভয়ই কমানোর প্রয়োজন হয়। বাতাসের আর্দ্রতা কমানোর পদ্ধতিকে ডিহিউমিডিফিকেশন এবং যার সাহায্যে আর্দ্রতা কমানো হয়, তাকে ডিহিউমিডিফায়ার বলে।
হিউমিডিফায়ারঃ শীতকালে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রা বাড়ানোর পদ্ধতি কে হিউমিডিফিকেশন এবং যার সাহায্যে বাড়ানো হয়, তাকে হিউমিডিফায়ার বলে।