ওহমের সূএটি কী? তারের কালার কোড বলতে কী বোঝায়?

ওহমের সূএটি কী?

উত্তরঃ “তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক।”

তারের কালার কোড বলতে কী বোঝায়?

উত্তরঃ বৈদ্যুতিক তার বা ক্যাবল চিহৃিত করতে বিভিন্ন প্রকার কালার ব্যবহার করা হয়, তাকে তারের কালার কোড বলে।

Related posts