কম্প্রেসরের মূল কাজ কী?
উত্তরঃ গ্যাসীয় পদার্থকে শোষন এবং সংকোচন করে তাপমাত্রা ও চাপ বাড়িয়ে নির্গমনের মাধ্যমে গতিশীল করা।
কম্প্রেসর প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তরঃ কম্প্রেসর প্রধানত ৫প্রকার,যথা-
ক) রেসিপ্রোকেটিং কম্প্রেসর।
খ) সেন্ট্রিফিউগাল কম্প্রেসর।
গ) রোটারি কম্প্রেসর।
ঘ) মিসেলানিয়াস কম্প্রেসর।
ঙ) থার্মো কম্প্রেসর।