ব্রেজিং বলতে কী বোঝায়?
উত্তরঃ অগ্নি শিখা তাপে সোল্ডার এলিমেন্ট গলিয়ে ধাতব পাতদ্বয়কে উত্তপ্ত করে স্থায়ীভাবে জোড়া দেয়ার পদ্ধতিকে ব্রেজিং বলে।
সফট/লিড সোল্ডারিং কাকে বলে?
উত্তরঃ সোল্ডারিং আয়রনের তাপে সফট সোল্ডার গলিয়ে দুটি পাতলা মেটাল শিট, দুটি কপার ও বৈদ্যুতিক তারের সংযোগস্থাল স্থায়ীভাবে জোড়া দেয়ার প্রণালিকে সফট/লিড সোল্ডারিং বলে।