১০টি সাধারণ টুলস এর নাম লেখ?
উত্তরঃ সাধারণ ১০টি টুলস এর নাম হলোঃ
১) হ্যামার, ২) প্লায়ার্স, ৩) ক্রু ড্রাইভার, ৪) ফাইল, ৫) ভাইস, ৬) রেঞ্জ, ৭) সেন্টার, ৮) চিজেল, ৯) হ্যাকস, ১০) হ্যান্ডস।
টুলস এর কাজ কী কী?
উত্তরঃ টুলসের কাজসমূহ নিম্নরূপ –
১) মেরামত করা, ২) সার্ভিসিং করা, ৩) মেশিনপএ বিয়োজন ও সংযোজন করা, ৪) ওভারহলিং করা, ৫) কাটিং এবং ফাইলিং করা, ৬) মেশিনপএ স্থাপন করা, ৭) পুনঃস্থাপন করা প্রভৃতি।