করঘাত ও করপাতের মধ্যে মূল পার্থক্য কি?

করঘাত ও করপাতের মধ্যে মূল পার্থক্য কি?

উত্তরঃ করের  প্রাথমিক ভারকে করঘাত বলে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর করধার্য করা হয় সাধারণত সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই করদায় বহন করতে হয়, এটাই করঘাত। পক্ষান্তরে, করের চূড়ান্ত চাপ বা সর্বশেষ ভারকে করঘাত বলে। যার উপর কর ধার্য করা হয়। শেষ পর্যন্ত তাকেই যদি কর পরিশোধ করতে হয় তবে করঘাত ও করপাত  একই ব্যক্তির উপরে পড়ে।

 

 

About Post Author

Related posts