রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এর প্রচলন ও ইতিহাস, প্রশ্নো ও উত্তর?

রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এর প্রচলন ও ইতিহাস, প্রশ্নো ও উত্তর?

১) কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ আমেরিকান ইঞ্জিনিয়ার স্যার জ্যাকোব।

২) RAC-এর পূর্ণ নাম কি?
উত্তরঃ RAC=Refrigeration and Air conditioning।

৩) মিশরীয় আবিষ্কারকগণ কী আবিষ্কার করেন?
উত্তরঃ তরল পদার্থ বাষ্পায়ন কালে প্রচুর তাপ শোষন করা।

৪) তরল হিমায়ক বাষ্পায়ন কালে কী ঘটে?
উত্তরঃ প্রচুর তাপ শোষন করে।

৫) কম্প্রেশন রেফ্রিজারেশন যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ আমেরিকার ইঞ্জিনিয়ার জ্যাকোষ পারকিন্স।

৬) অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতি কে উদ্ভাবন করেন?
উত্তরঃ ১৮২৪ সালে মাইকেল ফ্যারাড।

৭) কোন দেশ এবং কে শীতাতপ যন্ত্র আবিষ্কার করেন?
উত্তরঃ ১৯২৭ সালে আমেরিকায় “Carrier” নামক প্রকৌশলী।

৮) সিল্ড টাইপ রেফ্রিজারেশন ইউনিট তৈরির প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ ১৯২৬ সালে “The General Electeic।

৯) কৃত্রিম বরফ সর্বপ্রথম কত সালে তৈরি হয়?
উত্তরঃ ১৯২০ সালে।

১০) কোন দেশে সর্বপ্রথম রেফ্রিজারেশন পদ্ধতি উদ্ভাবন হয়?
উত্তরঃ চীন

১১) কেলভিনেটর কত সালে আবিষ্কার হয়?
উত্তরঃ ১৯১৮ সালে।

১২) হিমায়ন ও শীতাতপের প্রকৃত উদ্দেশ্য কী?
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়ন।

১৩) ” মোটর টপ রেফ্রিজারেটর “কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯২৬ সালে।

১৪) আবাসিক রেফ্রিজারেশন ইউনিট এর নাম লেখ?
উত্তরঃ আবাসিক রেফ্রিজারেশন ইউনিট এর নাম হলোঃ
ক) রেফ্রিজারেটর, খ) ফ্রিজার,
গ) এয়ারকুলার, ঘ) এয়ারকন্ডিশনার।

১৫) বাণিজ্যিক রেফ্রিজারেশন ইউনিট এর নাম লেখ?
উত্তরঃ বাণিজ্যিক রেফ্রিজারেশন ইউনিট এর নাম হলোঃ
ক) আইস প্ল্যান্ট, খ) কোল্ড স্টোরেজ,
গ) আইসক্রিম প্ল্যান্ট, ঘ) ডেইরি ফার্ম,
ঙ) হোটেল, চ) ফিস প্ল্যান্ট।

About Post Author

Related posts