দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কি?
উপরঃ কর ভার নির্ধারণের জন্য যে সকল দ্রব্যের উপর কর ধার্য করা হয়, সেগুলোর চাহিদার স্থিতিস্থাপকতা বিচার করতে হয়। দ্রব্যের চাহিদা যত বেশি স্থিতিস্থাপক হবে কর ভার ততো বেশি বিক্রেতার ওপর থাকবে। আবার চাহিদা যত বেশি অস্থিতিস্থাপক হবে করের ভার তত বেশি ক্রেতার উপর আসবে।