সম্মুখবর্তী সঞ্চালন কি?

সম্মুখবর্তী সঞ্চালন কি?

উত্তরঃ এক্ষেত্রে দ্রব্যের উপর কর বসালে দ্রব্য বিক্রেতাগণ কর প্রদান করবে। কিন্তু তারা পরবর্তীতে দ্রব্যের মূল্য পরিবর্তনের মাধ্যমে করের প্রাথমিক ভার অন্যের ওপর চাপানোর চেষ্টা করে। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকেই সামনে যাকে পাবে তার উপরেই কর সঞ্চালনের চেষ্টা করবে।

Related posts