ধাতু পুনপ্রক্রিয়াজাতকরণ বলতে কী বোঝায়?

ধাতু পুনপ্রক্রিয়াজাতকরণ বলতে কী বোঝায়?

উত্তর: ধাতু পুন:প্রক্রিয়াজাতকরন বলতে বুঝায় খনি থেকে ধাতু আহরনের পরিবর্তে অব্যবহৃত ধাতুসমূহকে ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করা। কারণ প্রতিটি খনিজ পদার্থই সসীম। বর্তমান হারে ধাতু ব্যবহার করতে থাকলে এ পর্যন্ত আবিষ্কৃত খনিজ আগামী 120-150 বছর শেষ হয়ে যাবে। এক্ষেত্রে ধাতুর পুন:প্রক্রিয়াজাতকর ন পরিবেশগত সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে অর্থ ও জ্বালানি উভয়ই সাশ্রয় হবে। যেমন অ্যালুমিনিয়াম নিষ্কাশনে প্রয়োজনীয় জ্বালানির মাএ 5% খরচ করে সমপরিমাণ অ্যালুমিনিয়াম ধাতু পুন:প্রক্রিয়াজাত করা যায়।

Table of Contents

About Post Author

Related posts