২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য “৫ম সপ্তাহের” অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশিকাও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তৈরি ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে তৈরি অ্যাসাইনমেন্ট “৫ম সপ্তাহের” জন্য প্রকাশ করা হয়েছে।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
৫ম সপ্তাহের জন্য ৮টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান বিভাগ এর জন্য ৩টি বিষয়। মানবিক বিভাগ এর জন্য ৩টি বিষয়। ব্যবসা বিভাগ এর জন্য ২টি বিষয় প্রকাশ করা হয়েছে।
বিষয় গুলো হচ্ছেঃ-
১) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বভ্যতা।
২) পদার্থবিজ্ঞান।
৩) ব্যবসায় উদ্যেগ।
৪) ভূগোল ও পরিবেশ।
৫) রসায়ন।
৬) হিসাববিজ্ঞান।
৭) পৌরনীতি ও নাগরিকতা।
৮) উচ্চতর গণিত।