আদর করার এস এম এস (ador korar sms)

আদর করার এস এম এস (ador korar sms)

আদর করার এস এম এস (ador korar sms)

ভালোবাসার ছন্দ, রোমান্টিক ছন্দ, প্রেমের স্ট্যাটাস, ভালোবাসার কবিতা, মেয়ে পটানোর মেসেজ ও পিকচার, প্রেমিকাকে খুশি করার রোমান্টিক কথা।

তুমি
রাগ করলে কিস করবো
দূরে গেলে মিস করবো
পাশে থাকলে আদর করবো
আর, ভুলে গেলে কষ্ট পাবো।

“আর পড়ুনঃ” ভালোবাসার লেখা কিছু এসএমএস ছন্দ

কপালে ছুইয়ে দিবো সিঁদুরের ওই লাল
এক সাথে বাধবো বাসা থাকবো চিরকাল
বাসা আমাদের ভাঙবে না যতই আসুক ঝড়
সারাজীবন থাকবো সাথে হবো না আমরা পর

“আর পড়ুনঃ” 14 ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের পিকচার ছবি ফটো

তোমাকে এতটা ভালবাসি যে.
তুমি চাইলে হয়তো পৃথিবীটাকে এনে দিতে পারব না।
তবে ভালবাসা দিয়ে পৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারব!
তোমার দুঃখ গুলোকে হয়তো মুছে দিতে পারব না, তবে দুঃখের কারনগুলোকে ভুলিয়ে দিতে পারব!
পৃথিবীর সব সুখ হয়তো এনে দিতে পারব না, কিন্তু তোমাকে সুখী করতে পারব!
তোমার চোখের অশ্রুকে হয়তো আটকে রাখতে পারব না, তবে আদর করে সেই অশ্রু মুছিয়ে দিতে পারব!

“আর পড়ুনঃ” দূর্গা পূজার শুভেচ্ছা ছন্দ (durga puja shubhechha chondo)

শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা।

ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি।
আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।

কি আছে তোর মাঝে বুঝি না।
শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়েথাকতে ইচ্ছে করে।
ইচ্ছে করে সারা জীবন তোকেদেখি।
কি অদ্ভুত ভালবাসা!
কি অদ্ভুত সম্পর্ক!
সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখেরদিকে তাকাই তখন আমি আমার নিজেকে হারিয়েফেলি তোমার মাঝে।

“আর পড়ুনঃ” ভালোবাসার পিক, পিকচার, ছবি, ফটো, কালেকশন ডাউনলোড

আদর করার এস এম এস (ador korar sms)

আকাশে বাতাসে উড়ে শিউলি ফুলের গন্ধ
ভালোবাসায় পাপ নেই তবু লোকে কোনো বলে মন্দ
লোকের কথা শোনা না কান রাখো বন্ধ
তোমার আমার ভালোবাসায় রয়েছে কতো ছন্দ

Tumi Raji Takle Prem Korbo,Kazi Ane Biye Krbo,Rag Korle Kiss Krbo,Dure Gele Miss Krbo,Pase Takle Ador Krbo,R Bule Gele ki korbo bolo?

Amay chhere jeyona dure kachhe to aso Ador kore amay tumi valo to baso Valobasar naam ti niye thakbo chirokal Moner khatay chithi likhbo sokal o bikal

“আর পড়ুনঃ” SA & T act এর ১৪৩ ধারামতে করনিক ভুল সংশোধনের জন্য আবেদন

Jodi kokhono vule jao amake
Mone rakhbo tomar kotha, vulbona tomake
Jodi chole jao onek dure
Khuje nibo tomake prithibi ghure

Kopale chhuiye dibo sidurer oi lal
Ak sathe badhbo basa thakbo chirokal
Basa amader vangbe na jotoi asuk jhor
Sarajibon thakbo sathe habo na amra por

জানিনা কতটুকু আদর করি তোমায়,
শুধু বলবো আমার আদরের শেষ নেই,
তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার আদরের অতল গভীরে

“আর পড়ুনঃ” প্রেমের কষ্টের এস এম এস, ভালোবাসার মানুষকে কাঁদানো

একটা হৃদয় একটা আসা একটা আমার মন সেই মোনেতে থাকবে আমার কাছের প্রিয়জন প্রিয়জন বাধবে বাসা আমার মোনেতে কাটবে জীবন চলবো সাথে একিসাথে তে

আকাশে যেমন হাজার তারা থাকলেও, চাঁদ সবচেয়ে আলাদা।
তেমনি পৃথিবীতে হাজার মানুষ থাকলেও ভালোবাসার মানুষটি সবচেয়ে আলাদা।
সে শুধু একজনই ………. হয়

যদি কখনো ভুলে যাও আমাকে
মনে রাখবো তোমার কথা, ভুলবোনা তোমাকে
যদি চলে যাও অনেক দূরে
খুঁজে নিবো তোমাকে পৃথিবী ঘুরে

“আর পড়ুনঃ” ভালোবাসার ছন্দ এস এম এস ২০২১। ভালোবাসার ছন্দ মালা SMS Condo

আমায় ছেড়ে যেওনা দূরে কাছে তো আসো আদর করে আমায় তুমি ভালো তো বাসো ভালোবাসার নাম টি নিয়ে থাকবো চিরকাল মনের খাতায় চিঠি লিখবো সকাল ও বিকাল

আদর করার এস এম এস (ador korar sms)

তুমি সেই স্বপ্নপরি যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।

যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।
কি জানি, তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে

চাঁদের কাছে আকাশ প্রিয়, পাখির কাছে ফুল
তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল
দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ
স্বপ্নে আমার ভেসে ওঠে শুধু তোমার মুখ

“আর পড়ুনঃ” J অক্ষরের পিকচার, ছবি, পিক, ফটো, ওয়ালপেপার

পুরো পৃথিবী আলোকিত করার জন্য যেমন!
একটা সূর্য ই যথেষ্ট!তেমনি একজন পুরুষের!
জীবন কে আলোকিত করার জন্য!
একজন নেককার স্ত্রী ই যথেষ্ট

মনের কথা মন কেনো কয়না
এতো জ্বালা মন আর শয় না
মনের কাছে মন তো থাকে না
কোনো কাজেই মন তো লাগে না

About Post Author

Related posts