ফেসবুক এর নতুন একটি আপডেট এসেছি , ফেসবুক এ নতুন একটি ফিউচার অ্যাড হয়েছে ফিউচারটি হচ্ছে প্রোটেক্ট
অনেকে ফেসবুক Gmail এ Gmail পাঠিয়েছে বা ফেসবুক একাউন্ট এ নোটিফিকেশন পাঠিয়েছে কিন্তু যারা এখন এখনো Gmail বা ফেসবুক এ নোটিফিকেশন পাননি তাড়া খুব তাড়াতাড়ি Gmail এ বা ফেসবুক এ নোটিফিকেশন পেতে চলেছেন…!
আপনার আমার ফেসবুক অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য শক্তিশালী নিরাপত্তা দরকার। আপনার আমার অ্যাকাউন্টের মতো সব অ্যাকাউন্টের রক্ষায় এই নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে ফেসবুক।
প্রথম এ ফেসবুক এর অফিসিয়াল অ্যাপ এ ঢুকে এখানে ক্লিক করুন।
তার পর Settings & privacy তে ক্লিক করুন।
তার পর Security and Login এ ক্লিক করুন।
এখন check Your Important Security Settings এ ক্লিক করুন।
তার পর এখন এখানে ক্লিক করেন।
তার পর যে কোনো একটা চালু করে দিন (যে কোনো একটা চালু করলে কেও আপনারা ফেসবুক এ লগইন করে তো আপনাকে নোটিফিকেশন দিয়ে যানিয়ে দিবে)
তার পর এই টা তে ক্লিক করুন।
এখন Get Started. এ ক্লিক করুন।
তার পর Text Message (SMS) এ ক্লিক করুন এবং Continue তে ক্লিক করুন।
তার পর আপনার ফোনে ৬ সংখ্যা একটি কোড যাবে তা বসে দিয়ে Continue তে ক্লিক করুন।
তার পর আপনার কাজ শেষ এখন কেও আপনার ফেসবুক একাউন্ট এ লগইন করতে চাই তো আপনার ফোন ৬ সংখ্যা কোড যাবে এটি ছাড়া কেও লগইন করতে পারবে না।
অনেক সময় ফেসবুক এ লগইন করার সময় Security code আসে না এবং ফেসবুক এ লগইন করা যাইনা বা লগইন করতে সমস্যা হয়। লগইন করতে যেনো Security code নিয়ে সমস্যাই পড়তে না হয় তাই আগে থেকে Security code নিয়ে রেখে দিন যখন লগইন করতে Security code আসবে তখন এই Security code গুলা দিয়ে ফেসবুক এ লগইন করতে পারবেন।
প্রথমে এখানে ক্লিক করুন।
তার পর এখানে
এখন ১০ টি Security code পাবে এই গুলার screen shot দিয়ে রেখেন দিন যখন Security code আসবে না ফোনে তখন এই Security code গুলা দিয়ে লগইন করতে পারবেন একাউন্ট এ