২০২১ সালে প্রথম আলাের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযােগিতা শুরু হয়েছে কুইজ এ অংশ নিয়ে জিতে নিন ১০ লাখ টাকার পুরস্কার!

প্রথম আলাের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলাে আয়ােজন করছে কুইজ প্রতিযােগিতা।
এই অনলাইন কুইজ প্রতিযােগিতায় অংশ নিয়ে জিতে নিন ১০ লাখ টাকার পুরস্কার!

প্রথম আলোর পাঠকদের জন্য অনলাইন কুইজের এই আয়োজন করেছে। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। অর্থাৎ প্রথম আলোর প্রকাশিত News এর উপর কুইজ হবে

কুইজে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করুন!

Gamil আর Password দিয়ে সাবমিট এর ক্লিক করুন!

নাম,ফোন নাম্বার,জেলা,উপজেলা,পেশা,বয়স,লিঙ্গ দিয়ে সাবমিট এর ক্লিক করুন!

৩টি পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে!

প্রথম পর্ব ● সেমিফাইনাল ● চূড়ান্ত পর্ব

প্রথম পর্ব

প্রথম পর্বের কুইজ একটানা ১০ দিন প্রথম আলোর অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

সেমিফাইনাল

প্রথম পর্বের ১০ দিনের মোট ফলাফলের ভিত্তিতে সেরা ২০ জনকে সেমিফাইনালের জন্য নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রতি ১০ জনকে নিয়ে জুম প্লাটফর্মে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রয়োজনে টাইব্রেকিং পদ্ধতিতে ফলাফল চুড়ান্ত করা হবে।

চূড়ান্ত পর্ব

দ্বিতীয় পর্বের বিজয়ী ১০ জনকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। প্রয়োজনে টাইব্রেকিং পদ্ধতিতে ফলাফল চুড়ান্ত করা হবে।

প্রথম পর্ব

  • প্রতিদিন রাত ৯টা থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত কুইজে অংশ নিত হবে।
  • ২০টি প্রশ্নের প্রতিটির জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
  • একজনকে একই ই–মেইল দিয়ে নিবন্ধন করে সব পর্বে অংশগ্রহণ করতে হবে।
  • প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা ১০জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
  • ১০ জন বিজয়ী পাবেন মোট (৫,০০০*১০) = ৫০,০০০ টাকার গিফট চেক।
  • ১০ দিনের কুইজ অনুষ্ঠিত হওয়ার পর সর্বোচ্চ ব্যক্তিগত নম্বর প্রাপ্তির ভিত্তিতে সেরা ২০ জন সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হবেন।
  • বিজয়ীদের ছবি প্রথম আলোতে প্রকাশ করা হবে।

সেমিফাইনাল

  • প্রথম পর্বের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে সেরা ২০ জন ২টি ভাগে ১০ জন করে সেমিফাইনালে অংশ নেবেন। পর্বটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে।
  • সেমিফাইনাল ২টি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগটি মূলত ব্যক্তিগত রাউন্ড এবং দ্বিতীয় ভাগে সবার জন্য কমন প্রশ্ন থাকবে। প্রথম ভাগে ব্যক্তিগত রাউন্ডে প্রতিজনের জন্য ২টি করে প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় ভাগে সবার জন্য কমন ৫টি প্রশ্ন থাকবে।
  • এই পর্বে অন্যান্য প্রশ্নের সঙ্গে ছবি ও ভিডিওভিত্তিক প্রশ্ন থাকতে পারে।
  • প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতি প্রশ্নের জন্য ৩০ সেকেন্ড সময় দেওয়া হবে। ভুল উত্তর দিলে প্রতি প্রশ্নের জন্য ৫০% নম্বর, মানে ৫ নম্বর কাটা হবে।
  • ২টি সেমিফাইনাল থেকে ৫ জন করে মোট ১০ জন ফাইনালের জন্য উত্তীর্ণ হবেন এবং এই ১০ জন পাবেন ১০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকার গিফট চেক।

চূড়ান্ত পর্ব

  • সেমিফাইনাল থেকে বিজয়ী ১০ জনকে নিয়ে সরাসরি ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
  • চূড়ান্ত পর্বে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতি প্রশ্নের জন্য ৩০ সেকেন্ড সময় দেওয়া হবে। ভুল উত্তর দিলে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর কাটা হবে।
  • চূড়ান্ত পর্বে কুইজ ২টি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগটি মূলত ব্যক্তিগত রাউন্ড এবং দ্বিতীয় ভাগে সবার জন্য একই প্রশ্ন থাকবে। প্রথম ভাগে ব্যক্তিগত রাউন্ডে প্রতিজনের জন্য ৩টি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় ভাগে সবার জন্য কমন ৫টি প্রশ্ন থাকবে।
  • এই পর্বে অন্যান্য প্রশ্নের সঙ্গে ছবি ও ভিডিওভিত্তিক প্রশ্ন থাকতে পারে।
  • ২টি ভাগ থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হবে চূড়ান্ত পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ২,০০,০০০ টাকার, দ্বিতীয় স্থান অর্জনকারী ১,২০,০০০ টাকার এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৮০,০০০ টাকার গিফট চেক।

প্রথম পর্ব

  • ৫,০০,০০০ টাকার গিফট চেক প্রতিদিন ৫,০০০ টাকা করে ১০দিন

সেমিফাইনাল

  • ১,০০,০০০ টাকার গিফট চেক ১০ জন পাবেন ১০,০০০ টাকা করে

চূড়ান্ত পর্ব

  • ২,০০,০০০ টাকার গিফট চেক ১ম পুরস্কার
  • ১,২০,০০০ টাকার গিফট চেক ২য় পুরস্কার
  • ৮০,০০০ টাকার গিফট চেক ৩য় পুরস্কার
  • সব পর্বের পুরস্কার একসঙ্গে চূড়ান্ত পর্বের পর ঢাকায় একটি অনুষ্ঠান করে দেওয়া হবে।

About Post Author

Related posts