অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (খাদ্য অধিদপ্তর) প্রশ্ন সমাধান 2021

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (খাদ্য অধিদপ্তর) প্রশ্ন সমাধান ২০২১/2021

১) কোন পদটি সাংবিধানিক পদ নয়?
উত্তরমালাঃ চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

২) OMS Stands for
উত্তরমালাঃ Open Market Sales

৩) একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা করে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
উত্তরমালাঃ ১২%

৪) একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে চালু হয়?
উত্তরমালাঃ ১৯৯৬ সালে

৫) The Word ‘Idolize’ is
উত্তরমালাঃ a verb

৬) The passive stucture of ‘They pleased’ is
উত্তরমালাঃ We were pleased by them

৭) বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
উত্তরমালাঃ প্রতিপাদিক

৮) she said, “We are going…… important the Mujib per climate prosperity plan
উত্তরমালাঃto

৯) একটি বাক্সে ২মিটার দৈর্ঘ্য, ১মিটার ৫০সেন্টিমিটার প্রস্থ এবং ১মিটার উচ্চতা। বক্সটির আয়তন কত
উত্তরমালাঃ ৩ ঘন মিটার

১০) প ফ ব ভ ম এগুলো কি ধরনের বর্ণ?
উত্তরমালাঃ ওষ্ঠ বর্ণ

১১) সপ্তাহ কি ধরনের সংখ্যা?
উত্তরমালাঃ পরিমাণবাচক

১২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
উত্তরমালাঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

১৩) what is antonym of “pale”
উত্তরমালাঃ Joyful

১৪) সমতল জনপদ কোথায় অবস্থিত?
উত্তরমালাঃ কুমিল্লা অঞ্চলে

১৫) Cos এর সর্বনিম্ন মান কত?
উত্তরমালাঃ -1

১৬) কোনটি শুদ্ধ শব্দ?
উত্তরমালাঃ ন্যূনতম

১৭) কোন বাক্যে অসমান কর্তা আছে?
উত্তরমালাঃ তুমি এলে আমি যাব

১৮) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জন্মশতবার্ষিকী” পালিত হচ্ছে
উত্তরমালাঃ ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১

১৯) জেল হত্যা দিবস কবে?
উত্তরমালাঃ ৩ নভেম্বর

২০) হাত কি ধরনের শব্দ?
উত্তরমালাঃ তদ্ধব

২১) নিচের কোন ফলাফল টি ৯ দ্বারা বিভাজ্য?
উত্তরমালাঃ ৭৫-৫৭

২২) Which has correct spelling?
উত্তরমালাঃ Hippoportamus

২৩) Which one is correct
উত্তরমালাঃ

২৪) বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তরমালাঃ ঔদ্ধত্য

২৫) Improvement means
উত্তরমালাঃ Betterment

২৬) আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমন করতাম- বাক্যটি কোন কাল?
উত্তরমালাঃ নিত্যবৃত্ত অতীত

২৭) রক্ষকই ভক্ষক কোন জাতীয় বাক্য
উত্তরমালাঃ সরল বাক্য

২৮) The antonym of coercive is
উত্তরমালাঃ Gentle

২৯) তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি
উত্তরমালাঃ করণে সপ্তমী

৩০) দেশি উপসর্গ কোন টি?
উত্তরমালাঃ অকাজ

৩১) তেইশ নম্বর তৈল চিত্র- কোন ধরনের রচনা?
উত্তরমালাঃ উপন্যাস

৩২) বিশ্ব পরিবেশ দিবস?
উত্তরমালাঃ ৫ জুন

৩৩) সবিতা এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরমালাঃ সূর্য

৩৪) The verb form of the word “friend”
উত্তরমালাঃ befriend

৩৫) Karim always runs quite fast. Here always is
উত্তরমালাঃ Adverd

৩৬) সার্কের সদস্য দেশ কয়টি?
উত্তরমালাঃ ৮

৩৭) জাতি সংঘের নিরাপত্তা পরিষদের অস্থাসী সদস্য দেশের সংখ্যা কতটি?
উত্তরমালাঃ ১০

৩৮) বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি?
উত্তরমালাঃ অ্যান্টটিও গুতারেস

৩৯) বৃহস্পতি শব্দটির বিচ্ছেদ কোনটি?
উত্তরমালাঃ বৃহৎ+পতি

৪০) সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত?
উত্তরমালাঃ n2

৪১) Synonym of Altruistic is
উত্তরমালাঃ Benevolent

৪২) Identify the right passive voice of “it is impossible to do thid
উত্তরমালাঃ This is impossible to be done

৪৩) সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়?
উত্তরমালাঃ যদি বিন্দুগুলো সমরেখ না হয়

৪৪) ……. he nor his brothers have done the work. Which is correct in the blank?
উত্তরমালাঃ Neither

৪৫) ”অর্থ অনর্থ ঘটায়” – এর কারক ও বিভক্তি কী?
উত্তরমালাঃ কর্মে শুন্য

৪৬) মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
উত্তরমালাঃ ১০ এপ্রিল ১৯৭১

৪৭) আবু গারিব বলতে কি বুঝায়?
উত্তরমালাঃ একটি জেলখানা

৪৮) COP-26 সম্মেলন অনুষ্টিত হচ্ছে কোথায়?
উত্তরমালাঃ গ্লাসগো

৪৯) বাংলাভাষা ও সাহিত্য প্রাচিন নিদর্শক কোনটি?
উত্তরমালাঃ চর্যাপদ

৫০) The British rule came to and end…….1947
উত্তরমালাঃ by

About Post Author

Related posts