বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ প্রশ্নোত্তর

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ প্রশ্নোত্তর

প্রশ্ন: ‘পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য’ কোন জেলার চর ও জলাভূমির আওতাভুক্ত?
উত্তর: মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও ফরিদপুর।

প্রশ্ন: ২৮ সেপ্টেম্বর ২০২১ কোথায় স্মৃতিজ্ঞা ‘বিজয় চেতন’ উদ্বোধন করা হয়?
উত্তর: সাভার সেনানিবাস, ঢাকা।

“আর পড়ুনঃ” সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ নভেম্বর

প্রশ্ন: ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কী?
উত্তর: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

“আর পড়ুনঃ” Bkash থেকে Amber IT এবং Alaap IP Phone অ্যাপ এ Recharge করে নিয়ে নিন ২০ থেকে ২৫% ক্যাশব্যাক.!!

প্রশ্ন: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর: ২৪ কিলোমিটার।

প্রশ্ন: ৩ অক্টোবর ২০২১ ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু হয়?
উত্তর: যশোর।

প্রশ্ন: দেশের প্রথম টানেলের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)

প্রশ্ন: পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: রোসাটম, রাশিয়া।

“আর পড়ুনঃ” সাম্প্রতিক mcq বাংলাদেশ নভেম্বর 2021

প্রশ্ন: ২০২০ সালে লোহার পরিমাণে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।

প্রশ্ন: চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় কবে?
উত্তর: ১৯৬৪ সালে।

প্রশ্ন: বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (BBCFEC) উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২১ অক্টোবর ২০২১।

প্রশ্ন: বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত?
উত্তর: পূর্বাচল, ঢাকা।

প্রশ্ন: ২০২১ সালে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (IPI) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশি?
উত্তর: ইংরেজি পত্রিকা ‘দ্য ডেইলি স্টার’ এর সম্পাদক মাহফুজ আনাম।

প্রশ্ন: মুজিবশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোন যুদ্ধজাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে?
উত্তর: যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট; ১৪ অক্টোবর ১৮ অক্টোবর ২০২১।

প্রশ্ন: বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করে?
উত্তর: ভারত, ২৭ সেপ্টেম্বর ২০২১।

প্রশ্ন: বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র মারাঠি সংস্করণের নাম কী?
উত্তর: অপূর্ণ আত্মকথা; মোড়ক উন্মোচন ১২ অক্টোবর ২০২১।

প্রশ্ন: বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশ্বের কতটি দেশ অংশগ্রহণ করবে?
উত্তর: ৪টি — ভারত, রাশিয়া, মেক্সিকো এবং ভুটান।

আন্তর্জাতিক

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ প্রশ্নোত্তর

প্রশ্ন: নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী নারী গভর্নর জেনারেল কে?
উত্তর: ডেম সিনডি কিরো।

প্রশ্ন: ৮ অক্টোবর ২০১১ বৈশ্বিক করপোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর: ১৩৬টি।

“আর পড়ুনঃ” একটা মেয়ের অনেক গুলো ছবি, পিকচার, পিক, ফটো (Girl)

প্রশ্ন: ২০ অক্টোবর ২০২১ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেন?
উত্তর: TRUTH Social

প্রশ্ন: বিশ্বব্যাপী ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: তুলা

“আর পড়ুনঃ” ওড়না দিয়ে মুখ ডাকা মেয়েদের পিক, ফটো, ছবি, পিকচার ডাউনলোড

প্রশ্ন: দারিদ্র্য কত ভাবে নির্ণয় করা হয়?
ঊত্তরঃ দুইভাবে আয় দিয়ে ও বহুমাত্রিক দারিদ্র্যসূচক দিয়ো।

প্রশ্ন: পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে?
উত্তর: আবদুল কাদির খান।

প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ২ অক্টোবর ২০২১।

প্রশ্ন: ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত যুক্তরাষ্টের কাছে মোট কতটি পরমানু বোমা রয়েছে?
উত্তর: ৩,৭৫০টি।

প্রশ্ন: চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থ (CIA) নতুন কোন শাখা খোলে?
উত্তর: চীনা মিশন সেন্টার (CMC)।

প্রশ্ন: ৩৮ ও ৩৯ তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: বন্দর সেরি বেগওয়ান, ব্রুনাই

প্রশ্ন: ৩০-৩১ অক্টোবর ২০২১ জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: রোম, ইতালি।

“আর পড়ুনঃ” মেয়েদের নিয়ে ইসলামিক স্ট্যাটাস (meyeder niye islamic status)

প্রশ্ন: সম্প্রতি পৃথিবীর বাইরে বৃহস্পতির কক্ষপথে প্রাণের অস্তিত্ব খুঁজতে যায় কোন মহাকাশযান?
উত্তর: যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘লুসি’।

প্রশ্ন: প্রথমবারের মতো কারা মহাকাশে শুটিং করতে যান?
উত্তর: রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ ও পরিচালক ক্লিম শিপেঙ্কো।

প্রশ্ন: ২০২২ সালের কাতার বিশ্বকাপে বাছাইপর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করে কোন দেশ?
উত্তর: জার্মানি

নোবেল পুরস্কার

প্রশ্ন: সাহিত্যে নোবেলজয়ী তৃতীয় মুসলম ও প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম কে?
উত্তর: আবদুলরাজ্জাক গুরনাহ।

প্রশ্ন: প্রথম নারী সাংবাদিক হিসেবে নোবেল জয় করেন কে?
উত্তর: মারিয়া রেসা।

প্রশ্ন: এখন পর্যন্ত কতজন নারী শান্তিতে নোবেল পেয়েছেন?
উত্তর: ১৮ জন।

 

About Post Author

Related posts