প্রশ্ন: প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কী?
উত্তর: প্রাইভেট কোম্পানি গঠনে তুলনামূলক কম আনুষ্ঠানিকতা পালন করতে হয়। প্রতিষ্ঠানের সদস্য সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন; এক্ষেত্রে অনুমতি পত্র প্রাপ্তির প্রয়োজন হয় না; নিবন্ধনপত্র পাওয়ার পরপরই ব্যবসায় শুরু করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানি অধিক আনুষ্ঠানিকতা পালন করতে হয়। ৭ জন ছাড়া কোম্পানি গঠন করা যায় না; কোম্পানি গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান অপরিহার্য এবং কোম্পানির নিবন্ধনের পর অনুমতিপত্র না পেলে ব্যবসা শুরু করা যায় না।
“আর পড়ুনঃ” জগৎ শেঠ বলতে কাদের বোঝায়?