Tell, Say, Speak এবং Talk এই শব্দগুলোর পার্থক্য জানতে চাই

প্রশ্ন : Tell, Say, Speak এবং Talk এই শব্দগুলোর পার্থক্য জানতে চাই, Say এবং tell এর মধ্যে পার্থক্য

উত্তর : Tell শব্দের অর্থ অন্য কাউকে কিছু জানানো বা তথ্য দেয়া। যেমন— Tell me about the movie.

Say শব্দের অর্থ বলা। যেমন— Ishrat says she does not like chocolate.

Speak এবং Talk এর মধ্যে বড় কোনো পার্থক্য নেই । অধিকাংশ ক্ষেত্রেই এগুলো একই রকম অর্থ দেয়।

যেমন— I spoke to her about the meeting. I talked to her about the meeting.

Speak আমরা সাধারণত একমুখী যোগাযোগ/বার্তা প্রদান এবং অধিক নিয়মনিষ্ঠ আলোচনায় ব্যবহার করি।

যেমন— Do you speak English?

Talk সাধারণত দুই বা দু’য়ের অধিক মানুষ যখন তাদের মধ্যে বাক্য বিনিময় করে তখন Talk ব্যবহৃত হয়। যেমন— Let’s talk about it.

About Post Author

Related posts