এস.এস.সি ২০২১ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা (বোর্ড ঢাকা)

এস.এস.সি ২০২১ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা (বোর্ড ঢাকা) ssc। চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা ২০২১
বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

১) ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়?
উত্তরমালাঃ ১৯৬৬

২) উদ্দীপকে সুমনের পড়া বইয়ের সাথে কোন সভ্যতার চিকিৎসা বিজ্ঞানের মিল রয়েছে?
উত্তরমালাঃ মিশরীয় সভ্যতা

“আর পড়ুনঃ” বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

৩) উক্ত সভ্যতার অবদান ছিল–
উত্তরমালাঃ i) প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার
ii) নাড়ির স্পন্দন নির্ণয়
iii) মমি তৈরি করা

“আর পড়ুনঃ” এসএসসি পদার্থ বিজ্ঞান mcq 2021

৪) ১৯৫৪ সালের নির্বাচনে ‍যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
উত্তরমালাঃ ২২৩

৫) মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেয় ঘটার কারণ কী?
উত্তরমালাঃ ধর্মীয় কারণে

৬) রফিক, শফিক, সালাম, বরকত এই নামগুলি কোন ঘটনার সাথে সম্পৃক্ত?
উত্তরমালাঃ ভাষা আন্দোলন

৭) মুজবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কী?
উত্তরমালাঃ তানভীর করিম

৮) ১৯৪৮ সালে বাঙ্গালি বুদ্ধিজীবীরা প্রতিবাদমুখর হয়ে ওঠে যে কারণে–
উত্তরমালাঃ i) উর্দুকে রাষ্টভাষা না করায়
ii) সরকার কর্তৃক বাংলাকে উপেক্ষা করায়
iii) মাতৃভাষা বাংলাকে রক্ষা করায়

৯) অপরাজেয় বাংলা নির্মাণ করা হয়-
উত্তরমালাঃ ছাত্রদের গৌববময় ত্যাগকে স্মরনীয় করা

১০) তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগম কী খেতাব পেয়েছিলেন?
উত্তরমালাঃ বীরপ্রতীক

১১) ত্রয়ী শাসন বেশি দিন স্থায়ী হয়নি কেন?
উত্তরমালাঃ

১২) ইতিহাস থেমে থাকে না, কারণ–
উত্তরমালাঃ i) গতিশীল
ii) অলৌকিক কাহিনী
iii) ধারাবাহিক বর্ণনা

১৩) রাইসা দেখা অনষ্ঠানটি ছিল–
উত্তরমালাঃ স্বধীনতা দিবস

১৪) বাংলাদেশের মানুষ সংগ্রামী হয়ে ওঠে কারণ–
উত্তরমালাঃ ii)ঋত বৈচিত্র্যের কারণে
iii) ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করার কারণে

১৫) ম্যাগনা কার্টা তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ?
উত্তরমালাঃ ১৯৬৬ সালের ৬ দফা

এস.এস.সি ২০২১ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা

১৬) উক্ত ঘটনার ফলে সৃষ্টি হয়েছিল–
উত্তরমালাঃ iii)

১৭) মিশরীয়দের প্রিয় রং কী ছিল?
উত্তরমালাঃ সাদা কালো

১৮) কত সালে সংবিধানের বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যদা দেওয়া হয়?
উত্তরমালাঃ ১৯৫৬

১৯) স্পার্টায় রাষ্টের তত্ত্ববধানে নাগরিকদের কঠোর শৃঙ্খলার মধ্যে রাখা হতো। এর যথার্থ কারণ হলো–
উত্তরমালাঃ **********

২০) বাংলাদেশের পররাষ্টনীতির মূলকথা হলো-
উত্তরমালাঃ i) শাস্তিপূর্ণ সহাবস্থান
ii) সবার সাথে বন্ধুত্ব

“আর পড়ুনঃ” সুপ্ততাপ কত প্রকার ও কী কী?

২১) ১৯৬৫ সালে ভারত- পাকিস্থানের যুদ্ধ স্থায়ী হয়েছিল কত দিন?
উত্তরমালাঃ ১৭

২২) রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
উত্তরমালাঃ চতুর্থ সংশোধনী

২৩) আনিশা তার বান্ধবীদের নিয়ে প্রাচীন যুগের কোন জনপদে ভ্রমন করেন?
উত্তরমালাঃ হরিকেল

২৪) বাংলাদেশর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত জন ছিল?
উত্তরমালাঃ ৩৪

২৫) উদ্দীপকে জোট সরকারের কার্যক্রম পাকিস্থান শাসনামলে কোন দলের কার্যক্রমের সাথে মিল আছে?
উত্তরমালাঃ*****

“আর পড়ুনঃ” অনুপাত কাকে বলে? অনুপাত কত প্রকার ও কি কি?

২৬) কেন্দ্রীয় সরকার কর্তৃক উক্ত দলের শাসন বাতিলের প্রধান উদ্দেশ্য ছিল-
উত্তরমালাঃ

২৭) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পরিষদ দ্বিতীবার গঠিত হয় কখন?
উত্তরমালাঃ ১৯৪৮ সালে আগষ্ট

২৮) সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় পূজা ছিল কোনটি?
উত্তরমালাঃ মাতৃ পূজা

২৯) ১৯৬৯ এর গণঅভ্যুথানের কারণ-
উত্তরমালাঃ প্রেসিডেন্ট আইয়ুব পতন

৩০) তুরস্কের ভুমিকাকে আমাদের মহান মুক্তিযুদ্ধে কোন দেশের সাথে তুলনা করা হয়?
উত্তরমালাঃ ভারত

About Post Author

Related posts