টিক চিহ্ন রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং MCQ
১। রেফ্রিজারেশন এর অর্থ কী?
উত্তরঃ হিমায়ন বা ঠান্ডাকরণ
২। এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
উত্তরঃ শীতাতপ নিয়ন্ত্রণ
“আর পড়ুনঃ” Refrigeration and Air conditioning History প্রচলন ও ইতিহাস
৩। রেফ্রিজারেটরের কাজ কী?
উত্তরঃ পঁচনশীল খাদ্যবস্তু সংরক্ষণ রাখা
“আর পড়ুনঃ” রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং এর প্রশ্ন উত্তর জানারউপায়।
৪। রেফ্রিজারেটর শব্দের অর্থ কী?
উত্তরঃ ঠান্ডা করার যন্ত্র
৫। ঠাণ্ডাকরণের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
৬। ব্যবহার বা গঠন অনুসারে এয়ারকন্ডিশনার কত প্রকার?
উত্তরঃ ৪ প্রকার
৭। সর্বপ্রথম কোন দেশে বরফ সংরক্ষণ করা হয়?
উত্তরঃ চীন
৮। কৃত্রিম বরফ কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৮২০ সালে
৯। অ্যাবর্পৰ্শন রেফ্রিস্পারেশন পদ্ধতি নীতি কত সালে আবিষ্কৃত হয়।
উত্তরঃ ১৮২৪ সালে
১০। রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন?
উত্তরঃ জে. এম. লারসেন
“আর পড়ুনঃ” ইভাপোরেটর কী? তরল প্রবেশের উপরে ভিত্তি করে কত প্রকার ও কী কী?
১১। অটোমোবাইলের এসি কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯৩০ সালে
১২। এয়ারকন্ডিশনার কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯২৭
১৩। হিমায়ন ও শীতাতপের প্রকৃত উদ্দেশ্য কী?
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়ন
১৪। আর এসি টেকনিশিয়ান-এর কর্মক্ষেত্র কোথায়?
উত্তরঃ শিল্পকারখানা
১৫। কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ স্যার জ্যাকোর পারকিন্স
টিক চিহ্ন রেফ্রিজারেশন