SSC 2021 Finance and Banking MCQ Question Solution, ফিন্যান্স ও ব্যাংকিং mcq উত্তরমালা SSC 2021
ফিন্যান্স ও ব্যাংকিং উত্তরমালা আজকের পরিক্ষা Finance and Banking খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। Finance and Banking নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২১ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী,
যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।
১) সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র কোনটি?
উত্তরঃ সাধারণ শেয়ার
“আর পড়ুনঃ” ফিন্যান্স ও ব্যাংকিং mcq উত্তরমালা SSC 2021
২) বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে?
উত্তরঃ আন্তর্জাতিক
“আর পড়ুনঃ” রাজশাহী বোর্ড বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১
৩) ব্যাংক ও আর্থিক মি. সুমনের উদ্বৃত্ত জানাতে অস্বীকৃতির ফলে ব্যাংকিং ব্যবসার কোন নীতি অনুসৃত হয়েছে?
উত্তরঃ গোপনীয়তা নীতি
৪) উদ্দীপকের মি. সুমনের চেকটি –
উত্তরঃ দাগকাটা চেক
৫) বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহিক উৎস কোনটি?
উত্তরঃ অবণ্টিত মুনাফা
৬) সুদের হার ১২% এবং কর হার ২০% হলে, ১০ লক্ষ টাকার কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত হবে?
উত্তরঃ ১২.২০%
৭) মিস জিনিয়া ৫০০০ টাকা দিয়ে একটি জামা কিনলেন। এতে মুদ্রা কাজ করেছে-
উত্তরঃ বিনিময়ের মাধ্যম হিসেবে, মূল্যের পরিমাপক হিসেবে
৮) বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে মুদ্র প্রচলনে সহায়তা করে?
উত্তরঃ চেক ইস্যু করে
“আর পড়ুনঃ” বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১
৯) মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
উত্তরঃ নিট মুনাফা
১০) কোন ব্যাংকটি বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে?
উত্তরঃ পূবালী ব্যাংক
১১) জনাব কাসেম প্রাইম ব্যাংক থেকে ২ বছর পর কত টাকা পাবন?
উত্তরঃ ২৪২০০০ টাকা
১২) উদ্দীপক অনুযায়ী জনাব কাসেমের সুযোগ ব্যয় কত?
উত্তরঃ ১০%
১৩) বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয় সৃষ্টি হয়?
উত্তরঃ ঝুঁকি বন্টন না করলে
ফিন্যান্স ও ব্যাংকিং mcq উত্তরমালা SSC 2021
১৪) কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান?
উত্তরঃ কৃষি ব্যাংক
১৫) ব্যবসায়ের পণ্য বৈচিত্র্যায়ন করলে-
উত্তরঃ বিক্রম বৃদ্ধি হবে
“আর পড়ুনঃ” যৌথবাহিনী MCQ প্রশ্নমালা সাধারণ জ্ঞান ২০২১
১৬) কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশে উপর নির্ভর করে-
উত্তরঃ সাধারণ শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয়
১৭) গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য-
উত্তরঃ দেশ-বিদেশে অর্থ স্থানান্তর
১৮) কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?
উত্তরঃ গারনিশি অর্ডার জারি করলে
১৯) জামাল সাহেব ব্যাংকের কোন সেবাটি গ্রহণ করেছেন?
উত্তরঃ ক্রেডিট কার্ড
“আর পড়ুনঃ” A অক্ষরের পিকচার, ছবি, পিক, ফটো, ওয়ালপেপার
২০) জামাল সাহেবের ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণের ফলে-
উত্তরঃ সবগুলো হবে
২১) কোন পদ্ধিতিতে প্রত্যাশিত নগদ পবাহের পরিবর্তে নিট মুনাফাকে বিবেচনা করা হয়?
উত্তরঃ গড় মুনাফার হার
২২) কোনটির মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্য রপ্তানিকারকে ব্যাংক অর্থ প্রদানের ব্যবস্থা করে?
উত্তরঃ প্রত্যয় পত্র
২৩) ছাপাখানার মালিক মি. সুমন মূলধন বাজেটিং এর সাহায্যে কোন সিদ্ধান্তটি গ্রহণ করবেন?
উত্তরঃ ছাপানোর যন্ত্র ক্রয়
২৪) ব্যবসায়ে চলতি খরচ পরিচালনার অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
উত্তরঃ তারল্য ঝুঁকি
“আর পড়ুনঃ” সমাজকল্যাণ ও সমাজকর্মের পার্থক্য লেখ ?
২৫) মিসেস রূপার প্রকল্প ‘Q’ এর গড় মুনাফা-
উত্তরঃ ৮%
২৬) উদ্দীপক অনুযায়ী –
উত্তরঃ প্রকল্প ‘Q’ এর আদর্শ বিচ্যুতি ২%, মিসেস রূপার ‘Q’ প্রকল্প বন্ধ করা উচিত
২৭) কোনটি ঝুঁকিমুক্ত আয়?
উত্তরঃ ট্রেজারি বিল
২৮) সবজি বিক্রেতা রহিম শুধুমাত্র পেঁপে বিক্রি করাতে তেমন লাভজনক হওয়ায় অর্থায়নের কোন নীতির লঙ্ঘন হয়েছে?
উত্তরঃ কারবারে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন
২৯) মূলধন কাঠামো পরিবর্তে বিবেচনা করতে হয়-
উত্তরঃ গড় মূলধন ব্যয়, তহবিলের সুযোগ ব্যয়
৩০) হোল্ডিং কোম্পানির অধীনে কোন ধরনের ব্যাংকিং কার্যাবলি পরিচালিত হয়?
উত্তরঃ গ্রুপ ব্যাংকিং