জীবন বীমা তহবিল কি?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ের জীবন বিমা প্রতিষ্ঠানের সকল আয় হতে সকল ব্যয় বিয়োগ করে আয়ের যে পরিমাণ উদ্ধত্ত থাকে তাকে জীবন বিমা তহবিল বলে। স্বাভাবিকভাবে এটিকে লাভ মনে হলেও একে লাভ বলা যাবে না। কারণ বিমা প্রতিষ্ঠান অনিশ্চয়তার ঝুঁকি বহনকারী প্রতিষ্ঠান।
বিভিন্ন প্রকার চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত কি পরিমাণ দায় দাঁড়াবে তা বলা যাবে না।
ফলে নির্দিষ্ট মেয়াদ শেষে উক্ত মেয়াদের সঠিক ব্যয়ের পরিমাণ জানা খুবই কঠিন বলে রাজস্ব হিসাবের মাধ্যমে এ মেয়াদের আয় হতে নির্ধারিত ব্যয়সমূহ বাদ দিলে যে ব্যালেন্স থাকে তাকে জীবন বিমা তহবিল বলে।
বিমা প্রতিষ্ঠান প্রতি বছর লাভ ক্ষতি হিসাব তৈরি করতে পারে না।
দুই বছর পর পর লাভ ক্ষতি তৈরি করে। বিমা প্রতিষ্ঠান এক্ষেত্রে প্রতি বছর লাভ ক্ষতির পরিবর্তে রাজস্ব হিসাব তৈরি করে।
রাজস্ব হিসাবের ক্রেডিট পাশের যোগফল হতে ডেবিট পাশের যোগফল বাদ দিলে যে উদ্বৃত্ত পাওয়া যায় তাই জীবন বিমা তহবিল।
এক্ষেত্রে রাজস্ব হিসাবের ক্রেডিট দিকে বছরের শুরু Life fund বসাতে হয়।
অতপর সকল আয় ক্রেডিট পাশে বসিয়ে খরচগুলো ডেবিট পাশে বসাতে হয়।
ক্রেডিট পাশের যোগফল হতে ডেবিট পাশের যোগফল বাদ দিয়ে Closing life fund বের করা হয়।